আমি বন্দী

উচ্চ আদালত সরকারের কাছে জানতে চেয়েছে
আমি বন্দী নয় কেন!

আমি যতবারই বলেছি-
বিশ্বাস করেনি তারা।
তারা বলেছে-
আমি রিষ্ট পুষ্ট নিরাপদ আবাস্থল পেয়েছি।

কিন্তু আমার যে দম বদ্ধ হয়ে আসে
ইটের পোড়া বটকা গন্ধে।
ঘুম থেকে উঠে পাইনা প্রকৃতির নির্মল হাওয়া
সবুজের স্নিগদ্ধতায় ভরে উঠেনা আমার চোখ জোড়া
আড়ষ্টতা ভাঙ্গার জায়গা পাইনা।

এক কাপ কফি হাতে যখন
ঐ জানালাটার পাশে এসে দাড়ায়
নিজেকে তখন জেলখানার পুরানো কয়েদীই মনে হয়।

তত্তাব্দায়ক সরকারের সময়
দুই নেত্রীকে নেওয়া হয়েছিল জেলখনায়,
তারা তো আমার থেকে ভালছিল-
থাকা-খাওয়া-যোগাযোগ সবই ছিল।

তবে কি আমি-
প্রতিনিয়ত একটা জেলখানায় বাস করছিনা!

তাহলে- সরকার কেন বলবে-
আমি বন্দী নয়।
আমি রিষ্ট পুষ্ট নিরাপদ আবাস্থল পেয়েছি।

খাক! সে আবান্থল-
ঐ সব পিপড়ের দল
আমি দাঁড়াবনা লাইনে
হাটব শুধুই ডাইনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন