নষ্ট পথে আমাকে ডাকে

বিজলীত মনের ফেনীল আকাঙ্ক্ষা
হায়েনার মতো রক্তে আক্রোশ
মিশে আছে জেনা -
সমাজের প্রতিটি সেলাইয়ের ছেঁদ বিন্দুতে।

আমি দেখি রক্তের দাগ
আমার নাকে- মুখে সবখানে
বীভৎস ভয় আর আমার একাকি আর্তনাদ
সমাজের প্রতিটি সেলাইয়ের ছেঁদ বিন্দু থেকে-
আমাকে ডাকে।