নিপা আমি তোমাকে এখনও ভালবাসি

নিজের থেকে একটু বেশী ভালবাস আমায়-জানি
পাছে কেউ কিছু বলে- চেপে রাখ সব নিজের বুকে।

আমি কিছু চেপে রাখতে পারিনি
মিথ্যে আশাও দিতে পারিনি
তোমায় ভালবেসে গেছি এক মনে।

মা বাবার উর্ধে যেতে পারিনি বলে-
কেলেংকারি ঘটাতে পারিনি।

এই জন্য বুঝি আজো একা একা কষ্ট পাই
খরার মত এখনও শুষ্ক হয়ে যায় বুক
নদী জল পাশে ছল ছল-
ওপারে আমি শুষ্ক মরুভূমি।

ভাল আছ তুমি
লতা গাছের মত প্রকৃতির অংশ হবে তুমি-কিন্তু
বাঁচার জন্য হাপিত্তাস করি আমি
সিরধারায় রক্ত বয়ে চলে-কিন্তু বেঁচে থেকেও মৃত আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন