চিঠি - অন্ততত ব্বিশ ঘন্টার জন্য বউ হবা??

ছবিঃ গুগল থেকে



প্রিয়,
উম্মে কুলসুম কেমন আছ তুমি। জানি না তোমার জীবনের কত শত বাক আর কত টেনশন নিয়ে কেমন চলছে তোমার দিন। তার পরও আশা করি ভালই আছে।
যাই হোক, তোমাকে লিখা এই ছোট্ট চিঠিতে মূল কথাটা সরাসরি বলেই ফেলি। হুম, তোমার আমার পিছনে ফেলে আশা হাজারো স্মৃতি যা ছিল কিছু কষ্টের আবার কিছু ছিল খুবই মধুময়। জানি না তোমার কতটুকু মনে আছে। বা আজো তোমার মনে আমার জন্য কতটুকু জায়গায় আমি রয়েছি। তবে আমার মন জুড়ে তুমিই আছে বেশ। তাই ত তুমিহীনা আমি মাঝে মাঝে মৃত্যুময় হয়ে উঠি। পেতে চায় মন। তোমাকে পেতে চাই নিজের করে। কুলসুম তোমাকে অনেক বার বলেছি। কিন্তু তুমি অনেক অযুহাত দেখিয়ে পাশ কেটে গেছ। প্রতিবারই বলেছে এখন যে অবস্থা তাতে তুমি আমার জীবনে একেবারে চলে আসাটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে তোমার জন্য। এই এক কথা বলার পর আমি আর কোন কথা কোমাকে বলিনি।

আজ একটা কথা বলতে চাই।
কুলসুম সারা জীবন না হয় অন্তত চব্বিশটা ঘন্টার জন্য হলেও আমার বউ হবে??? এই চব্বিশটা ঘন্টার স্মৃতি নিয়ে বাকী জীবনটা হাশি মুখে পাড়ি দিয়ে দিব।

প্লিজ প্লিজ ..... আমার বেঁচে থাকার জন্য এই রশদটুকু দাও.....

অবশেষে তোমার ভালবাসাময় প্রতিউত্তরের আশায় তোমারই আমি।

ইতি
ফেনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন