নারী

ছবিঃ গুগল মামা থেকে নেওয়া।

আমার বিদ্ধস্ত আপন পরমাত্মা-নারী আত্মার সন্ধানে
আমি ভিগল বাজিয়ে প্রতিটা নিঃশ্বাস ফেলি-প্যারেড করার আদলে।
বিদ্ধস্ত আমির প্রতিটা নিঃশ্বাস ফেলাটাও যেন একটা আর্টে রুপ নেয়,
এই রুপেই যেন তার রুপ আটকায়।

একটা নারীর মনে খুশি দিতে-ঠোঁটে হাঁসির ঝিলিক আনতে-
কত কি লাগে- গাল পলিশ, ঠোট পলিশ, স্নো, পাউডার, গয়না শাড়ি
আরো না জানি কত কি!!!
পুরুষ দেখ এক নারীতেই খুশি।
সব কিছুর সাথে জীবনটাও তার নারীতেই আটকায়।

আটকে যাওয়া জীবনের প্রতিটা পর্ব এলোমেলো হয়ে যায়
বাবা-মা, ভাই বোন আত্বীয়-স্বজন সবার সাথে তৈরি হয় অঘোষিত দূরত্ত্ব
জীবন থেকে কমে যায় ঘুম; কমে যায় সুখ। হারায় প্রশান্তি।
ক্রমেই নিজের ভিতর তৈরি হয় নিজের একাকিত্ত্ব-
হয়ে যাই একেবারেই একা-এক নারীর কারণে।

এই রুপ যৌবনের খেলায় পুরুষের আটকে যায় সমস্ত জীবন
তারপরও-
তার বিদ্ধস্ত আপন পরমাত্মা-তবু থাকে নারী আত্মার সন্ধানে
ভিগল বাজিয়ে প্রতিটা নিঃশ্বাস ফেলে-প্যারেড করার আদলে-
যদি কোন নারী পসরা সাজিয়ে রাংগিয়ে তোলে আপনা রজনী…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন