ফোন রস


"নাই টেলিফোন নাইরে পিওন; নাইরে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছায়তাম?"


- ভাই সেই দিন আর নাই। এখন বলেন----

ফোন নম্বর এখন বেশি বেশি
কোন নেটওয়ার্ক লাগবে শুনি?

পিওন যে লাগবেনা আর
আছি বেশ ভাল ই-মেইল সেবার।

বন্ধু তুমি শুধু রেখ মনে
ই-মেইল আর ফোন দিব প্রতিক্ষনে।

দিশাহারা জীবনের নাবিক


আমার আমিতে মাঝে মাঝে,

খুঁজে পায়--
অজানা কিছু জীবনের প্রতিচ্ছবি।

কিছু হারানো মুখের-
দিলছেড়াঁ মায়ার টান।

একেই কি বলে, জীবনের মানে?
জানি না আমি।

হঠাৎ করেই-
হৃদয়ের গহীনের ঝড় আকুতি করে-
তাকে যেন ঠাঁয় দেয় আমার স্থির বন্দরে। 

কিভাবে বুঝায় -
আমার আমিতে মাঝে মাঝে,
খুঁজে পায়--
অজানা কিছু জীবনের প্রতিচ্ছবি।

আমিতো নিজেই
অস্থির ঝড়ে ছিন্ন হওয়া খড়।
কিছু হারানো মুখের-
দিলছেড়াঁ মায়ার টানে
দিশাহারা জীবনের নাবিক।