নষ্ট পথে আমাকে ডাকে

বিজলীত মনের ফেনীল আকাঙ্ক্ষা
হায়েনার মতো রক্তে আক্রোশ
মিশে আছে জেনা -
সমাজের প্রতিটি সেলাইয়ের ছেঁদ বিন্দুতে।

আমি দেখি রক্তের দাগ
আমার নাকে- মুখে সবখানে
বীভৎস ভয় আর আমার একাকি আর্তনাদ
সমাজের প্রতিটি সেলাইয়ের ছেঁদ বিন্দু থেকে-
আমাকে ডাকে।

আমি বৃষ্টি হতে চাই

তুমি প্রিয়শী আজ অনেক খুশি
বৃষ্টি ছুঁয়েছ মেঘ ভেদি
নেচে নেচে তুমি বিষম খুশি
বৃষ্টি যে ছুঁয়েছ মন অবধি।

বৃষ্টিও আজ অনেক খুশি
ছুঁয়েছে যে তুমার অনুভুতি।
তোমার অঙ্গে অঙ্গে সে করছে বিচরণ
আজ মনে জাগে তাই
আমি বৃষ্টি হতে চাই
আমি বৃষ্টি হতে চাই।

আমার আমি

অন্ধকারের নির্জনতা ভেঙ্গে এসেছিলাম –
তোমাদের আলোময় জগতে।

আমি ছিলাম সুন্দর্যের পূজারী
সব পূজাকে সর্বশান্ত করে চলে এলাম-
তাতে কি পেলাম আমি?
হাজারো অবজ্ঞা আর গ্লানী ছাড়া।
তাই আজ সবার খুব কাছে থাকা সত্তেও
আমি খুব দূরে।
একাকীত্ব- কে সঙ্গী করে জেগে আছি
রাত জাগা পেচাঁর মত।

আমি যা আমি তা

জান কি গো জান তুমি
হৃদয়ের গহিন
তোমার তুমিতে আসিন হওয়া
আমি সমাহিন।

তৃষ্ণা তখন মনের জমি
উতাল হাওয়ায়
অসম দেহের উত্তাল নদী
তোমার তুমিতে আসিন হওয়া
আমার আমিতে তুমি।
আমি যা আমি তা
হৃদয়ের গহিনে
মাতাল হাওয়ায়
জান কি গো জান তুমি
হৃদয়ের গহিন
তোমার তুমিতে আসিন হওয়া
আমি সমাহিন।